গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ , রাজারবাগ , ঢাকা ।

 বিজ্ঞপ্তি নং -১১ / ২০১৪ c

 নিয়োগ বিজ্ঞপ্তি ০-৯ বৈশাখ ১৪৩১ বঙ্গান এপ্রিল / ২০১৪ খ্রি . স্পেশাল ব্রাঞ্জ , বাংলাদেশ পুলিশ , রাজারবাগ , ঢাকা এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত ০৪ ( চার ) ক্যাটাগরির মোট ৫১ ( চুয়ান্ন ) টি শূন্য পদে জনবল নিয়োগের নির্মিত বিজ্ঞোখিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে ( http://shdhaka.teletalk.com.bd বা https://www.specialbranch.gov.bd ) আবেদনপত্র আহবান করা যাচ্ছে ।

 অনলাইন ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না ।

এই পোস্টটির নিচে আপনারা মূল ফাইল পাবেন দয়া করে পুরো পোস্টটি দেখুন এবং নিচের দিকে যান সেখানে পিডিএফ ফাইল বা ফটো পাবেন

পদের নাম ও বেতন বয়স নং স্কেল ( জা . বে . স্কেল পদ সংখ্যা ২০১৫ অনুযায়ী ) 5 . অন্যূন ৩০ বছর

 কম্পিউটার অপারেটর ( গ্রেড -১১ তম ) ১২৫০০-৩০২৩০ / - 02 শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন । ক ) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে ঢাকা , গাজীপুর , মানিকগঞ্জ , মুন্সিগঞ্জ , স্নাতক ( সম্মান ) বা সমমানের ডিগ্রি ; 

২ ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে । নরসিংদী , কিশোরগঞ্জ , টাঙ্গাইল , ফরিদপুর , মাদারীপুর , রাজবাড়ী , ময়মনসিংহ জামালপুর , শেরপুর নেত্রকোণা , চট্টগ্রাম , কক্সবাজার , খাগড়াছড়ি , রাঙ্গামাটি , কুমিল্লা , বি - বাড়ীয়া চাঁদপুর , নোয়াখালী , ফেনী , বগুড়া , 8 . পাবনা , সিরাজগঞ্জ , রাজশাহী , নওগাঁ , চাঁপাইনবাবগঞ্জ , ঠাকুরগাঁও , রংপুর কুড়িগ্রাম , নীলফামারী , বাগেরহাট , যশোর , ঝিনাইদহ , মাগুরা , নড়াইল , কুষ্টিয়া ,

 সাঁটলিপিকার কাম- কম্পিউটার অপারেটর ( গ্রেড -১৩ তম ) 11000-26590 / - অনুন ৩০ বছর ; তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য 00 

অফিস সহকারী কাম - কম্পিউটার অন্যূন ৩০ ot বছর ; তবে বিভাগীয় মুদ্রাক্ষরিক ( গ্রেড -১৬ তম ) 1000-22850 / - ( গ্রেড -২০ তম ) ৮২৫০-২০০১০ / - প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য অন্যূন ৩০ বছর ক ) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি

 খ ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা । সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৮০ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ৩০ শব্দ এবং ইংরেজিতে ২৫ শব্দের গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে । ক ) কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ( খ ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা । কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলয় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ।

 মেহেরপুর , বরগুনা , পটুয়াখালী , সিলেট , হবিগঞ্জ , মৌলভীবাজার ও সুনামগঞ্জ । তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে । কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল ঢাক , গাজীপুর মানিকগঞ্জ , মুন্সিগঞ্জ , সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ । নরসিংদী কিশোরগঞ্জ , টাঙ্গাইল , গোপালগঞ্জ , মাদারীপুর , রাজবাড়ী , শরীয়তপুর , ময়মনসিংহ , নেত্রকোনা , চট্টগ্রাম , কক্সবাজার , খাগড়াছড়ি , বান্দরবান , রাঙ্গামাটি , বি - বাড়ীয়া , চাঁদপুর , নোয়াখালী , বগুড়া জয়পুরহাট , সিরাজগঞ্জ , নওগাঁ , নাটোর , চাঁপাইনবাবগঞ্জ , দিনাজপুর , CS শর্তাবলীঃ পঞ্চগড় , ঠাকুরগাঁও , রংপুর , লালমনিরহাট , কুড়িগ্রাম , খুলনা , সাতক্ষীরা , যশোর , নড়াইল , কুষ্টিয়া , দুভাগা মেহেরপুর , ভোলা , বরগুনা , সিলেট , হবিগঞ্জ , মৌলভীবাজার ও সুনা তবে এতিম ও শারীরিক প্রতিবদীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে ।

 5 . আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে । ( ক ) ০১/০৪/২০১৪ তারিখে আবেদনকারীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে ১৮-৩০ বৎসর , ( গ ) মুক্তিযোদ্ধা / শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ( পুত্র / কনা ) এবং শারীরিক প্রতিবন্ধী কোটায় আবেদনকারী প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছর এবং ( গ ) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী মুক্তিযোদ্ধা / শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যার পুত্রকন্যার বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে । বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় । ঘ ) সরকারি , আধা - সরকারি ও স্বায়তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অংশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে । চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ( V ) এর ঘরে টিক চিহ্ন দিতে হবে । 

৬ ) নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি - বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি - বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে । চ ) লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ / ডিএ প্রদান করা হবে না । ছ ) কম্পিউটার অপারেটর , সাঁটলিপিকার কাম - কম্পিউটার অপারেটর , অফিস সহকারী কাম - কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন । অ ) একজন প্রার্থী কেবল ০১ ( এক ) টি পদের জন্য আবেদন করতে পারবে । ঝ ) নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে । ২. প্রার্থীর যোগ্যতা যাচাই ; 9 . 8 . ... মৌখিক পরীক্ষায় সময় নিম্নবর্ণিত ( ক্রমিক নং ক হতে এ পর্যন্ত ) কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১ ( এক ) টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে । ক ) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ( প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ খ ) প্রার্থী যে সিটি কর্পোরেশন / ইউনিয়ন / পৌরসভা / ওয়ার্ড এর স্থায়ী বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান / পৌর মেয়র / কাউন্সিলর কর্তৃক নাগরিকত্বের সনদ । গ ) মহিলা কোটা ব্যতিত অন্যান্য কোটা নারীর সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ন ঘ ) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদ । 3 ) জাতীয় পরিচয়পত্র ( NID ) । Online- এ পূরণকৃত আবেদনপত্রের কপি ( Applicant's Copy ) ও ( Admit Card ) ছ ) আবেদনকারী মুক্তিযোদ্ধা / শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা কিংবা মুক্তিযোদ্ধা / শহীদ মুক্তিযোদ্ধার পুত্র / কন্যার পুত্র / কন্যা হলে মুক্তিযোদ্ধার সনদ এবং আবেদনকারীর সাথে সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান / পৌরসভার মেয়র / সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রত্যয়নপত্র । ( জ ) শারীরিক প্রতিবন্ধি , এতিম , ক্ষুদ্র নৃ - গোষ্ঠি এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্য প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ । 93 ) ঝ ) সরকারি / আধা - সরকারি / স্বায়ত্বশাসিত সংস্থায় চাকুরীরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে অনাপত্তিপত্র দাখিল করতে হবে । আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ভাবেদনে উল্লেখ করতে হবে । প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ বা দাখিলকৃত কাগজপত্র জাল , মিথ্যা বা ভুয়া প্রামাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে । ভুল তথ্য / জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন । যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন , কোন ফৌজদারী আদালত কর্তৃত্ব নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন , তাহলে তিনি আবেদন করার যোগ্য বিবেচিত হবেন না । সরকারি নীতিমালা অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে । লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচী SMS এর মাধ্যমে জানানো হবে ।

 এছাড়া স্পেশাল রাজ , বাংলাদেশ পুলিশ , ঢাকা এর নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে ( www.police.gov.bd https://www.specialbranch.gov.bd ) প্রকাশ করা হবে । লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি স্পেশাল ব্রাঞ্চ , বাংলাদেশ পুলিশ , ঢাকা এর নোটশ বোর্ড ও ওয়েবসাইটে ( www.police.gov.bd https://www.specialbranch.gov.bd ) প্রকাশ করা হবে । CS CamScanner ৬ . 9 . b . বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও স্পেশাল ব্রাহ্ম , বাংলাদেশ পুলিশ , ঢাকা এর নোটিশ বোর্ড ওয়েবসাইটে ( https://www.specialbranch.gov.bd বা http://shdhaka.teletalk.com.bd ) দেখা যাবে অথবা QR code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল অথবা https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিতপ্তিটি পাওয়া যাবে । নিয়োগ পরীক্ষার তারিখ , সময় ও অন্যান্য তথ্য ওয়েবসাইটের নোটিশ বোর্ড হতে জানা যान অসম্পূর্ণ , ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে ।। অনলাইনে ( Online ) আবেদনের সময়সীমা ও পদ্ধতি নিমরূপ 

: ক ) পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণকে https://www.specialbranch.gov.bd অথবা http : // sh thaka.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে । আবেদনের সময়সীমা : i ) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ ও সময় ( ২৫/১৪/২০২৪ ) খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকা । ii ) Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ( ১৬/০৫/২০১৪ ) বিকাল ৫.০০ টা পর্যন্ত । উক্ত সময়সীমার মধ্যে বর্ণিত ওয়েবসাইটে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ ( বাহাত্তর ) ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার যি জমা দিতে হবে । খ ) Online আবেদনপত্রে প্রার্থীকে তার রঙিন ছবি ( দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ ) pixel ও স্বাক্ষর ( দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ ) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে । ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে । গ ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে , যেহেতু Online এ আবেদনপত্র Submit করার পূর্বেই সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন । ঘ ) প্রার্থী Online এ পূরণকৃত ভাবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক ব্যবহারিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন । ( ৫ ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান : Online- এ আবেদনপত্র ( Application Form ) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে । নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা প্রার্থী User ID , ছবি , এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন । যদি Applicant's copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি ( সম্পূর্ণ কালো / সম্পূর্ণ সাদ / ঘোলা ) বা ছবি / স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন । তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন / পরিমার্জন / পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি , নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি পিডিএফ কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংক্ষরণ করবেন । Applicant's copy তে একটি User ID Number দেওয়া থাকবে এবং User ID Number ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন Teletalk Pre - paid Mobile Number এর মাধ্যমে ০২ ( দুই ) টি SMS করে ক্রমিক নং ১ ৬ বর্ণিত পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ৩০০ / - ( তিনশত ) টাকা এবং Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৩৫ / - ( পঁয়ত্রিশ ) টাকাসহ ( অফেরতযোগ্য ) মোট ৩৩৫ / - ( তিনশত পঁয়ত্রিশ ) টাকা ; ক্রমিক নং ২-৩ এ বর্ণিত পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ২০০ / - ( দুইশত ) এবং Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ২৩ / - ( তেইশ ) টাকাসহ ( অফেরতযোগ্য ) মোট ২২৩ / - ( দুইশত তেইশ ) টাকা ; ক্রমিক নং ৪ - এ বর্ণিত পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ১০০ / - ( একশত ) টাকা এবং Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২ / - ( বারো ) টাকাসহ ( অফেরতযোগ্য ) মোট ১১২ / - ( একশত বারো ) টাকা অনধিক ৭২ ( বাহাত্তর ) ঘণ্টার মধ্যে জমা দিবেন । অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন । এক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না । বিশেষভাবে উল্লেখ্য Online এ আবেদনপত্রের সকল অংশপূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online এ আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না ।

 SMS এর নিয়মাবলীঃ প্রথম SMS SBDHAKA < space > User ID লিখে Send করতে হবে । 6222 নম্বে Example : SBDHAKA ABCDEF Reply : Applicants Name , Tk - 335 / 223 / 112 will be charged as application fee . Your PIN is 12345678. To Pay fee Type SUDHAKA < Space > Yes < Space > PIN and send to 16222 SMS SBDHAKA spaces Yes spaces PIN লিখে Send করতে হবে । 6222 নম্বরে । Example : SBDHAKA YES 12345678 Reply : Congratulation Applicant's name , Payment completed successfully for Application for ( post name ) User ID is ( ABCDEF ) and Password ( XXXXXX ) চ ) দ্বিতীয় SMS টি পাঠানোর পর ফিরতি SMS এ Password পাবেন । SMS এর মাধ্যমে প্রাপ্ত User ID এবং Password টি ভবিষ্যৎ প্রয়োজনের নির্মিত সংরমণ করতে হবে । SMS এ প্রাপ্ত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর , পদের নাম , ছবি , পরীক্ষার তারিখ , সময় কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন । প্রার্থী প্রবেশপত্রটি ব্যবহারিক পরীক্ষার ( প্রযোজ্য ক্ষেত্রে ) সময় ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়সহ উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন । CS CamScann



 



Next Post Previous Post